দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবুহেনা মোহাম্মদ জামাল শুভকে বিদায় সংবর্ধনা দিলেন দামুড়হুদা থানা ফারিয়া। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়,দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে বিগত ৬ বছর যাবৎ সেবা প্রদান করলেন ডাঃ আবুহেনা মোহাম্মদ জামাল শুভ। বদলি জনিত করণে এই কর্মস্থল ছেড়ে যোগদান করছেন মুন্সিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। বিদায় লগ্নে দামুড়হুদা থানা ফারিয়া সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এমও ডাঃ ফারহানা ওয়াহিদ,দামুড়হুদা থানা ফারিয়ার সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সদস্যবৃন্দ।