দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট এবং একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।
এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: মতিন।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এম নুরুন্নবী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, নূরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অত্র স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী রিভা, মানপত্র পাঠ করেন ১০ শ্রেণির ছাত্রী সামিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মিজানুর রহমান।