দামুড়হুদার জয়রামপুর পুকুরের পানিতে ডুবে রাফিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়া (নোয়াখালী পাড়ায়) এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার জয়রামপুর নোয়াখালী পাড়ার রফিকের মেয়ে ।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাফিয়া তার মায়ের আঁচল ধরে বার বার টানে এবং মা মা বলে বাড়ির সামনে বাড়ির উঠানে খেলা করছিল। সে সময় নিহত রাফিয়ার মা উঠান ঝাড়ু দিচ্ছিলো উঠান ঝাড়ু দেওয়ার পর যখন শিশু রাফিয়াকে খুজে পাওয়া যাচ্ছে না, তখন বাড়ির লোকজনের সন্দেহ হলে পুকুরে খোঁজা খুজি করতে থাকে একপর্যায়ে রাফিয়া কে মৃত্যু অবস্থায় পুকুরের পানি থেকে তোলে।
ধারণা করা হচ্ছে সবার অজান্তে শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরের পাড়ে শানবাধা সিঁড়িতে বসে খেলা করছিলো খেলা করতে করতে এক পর্যায়ে সিলিপ কেটে পানিতে পড়ে ডুবে যায়।