দামুড়হুদা মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ২টা থেকে থানার সকল কার্যক্রম শুরু হয়।
থানা পুলিশের কার্যক্রম শুরু করার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি বৃহৎ টহল দল জেলা ব্যাপি মহরা দেয়। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা বাস স্ট্যান্ড এলাকা অতিক্রম করে ডুগডুগি পশুহাটের উপর দিয়ে দর্শনা থানার দিকে রওনা করে। এরই মধ্যদিয়ে দামুড়হুদা উপজেলার দুইটি থানা, দামুড়হুদা মডেল থানা ও দর্শনা থানা পুলিশের কার্যক্রম শুরু হয়। পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।
এক সপ্তাহের বেশী সময় পরে মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি দেখে সাধারণ মানুষ আনন্দিত হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের কোন বিকল্প নেয় বলে অভিমত পোষণ করেন এলাকার স্থানীয় সাধারণ মানুষ।
তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু, তারা যেনো আর কখনো জনগণের রোষানল পরিনত না হয়। পুলিশই পারে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। কোন ব্যক্তি বা রাজনৈতিক দলের কারো প্ররোচনায় পুলিশ যেনো আর ব্যাবহার না হয়। তাহলে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ জনতা এক যুগান্তকারী শক্তিতে পরিনত হবে। এতে করে বাংলাদেশর জনগণের কখনো কোন রাজনৈতিক দল ক্ষতি করতে পারবেনা। আমরা সাধারণ মানুষ চাই পুলিশ যেনো সব সময় সাধারণ মানুষের সাথে থাকে।