দামুড়হুদার পুড়াপাড়ায় মহিশ ভর্তি লাটাহাম্বারের সাথে মোটরসাইকেল ধাক্কায় আবু বক্কর নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১টার দিকে দামুড়হুদা উপজেলার রাজা বিক্স ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত. সিহাব উদ্দীনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্পে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কার্পাসডাঙ্গা ক্যাম্প থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় সদর থানা মার্কেটের কমিউনিটি পুলিশিং ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যাচ্ছিলন আবু বক্কর।
পথের মধ্যে দামুড়হুদার পুরাপাড়া রাজা ব্রিক্স ইট ভাটার সামনে পোঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি।
এসময় সামনে থেকে আসা একটি মহিশ ভর্তি লাটাহাম্বারের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আবু বক্কর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়।
তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন বলে জানতে পারি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পাওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছান। এসময় তিনি বলেন, দামুড়হুদার পুড়াপাড়ায় মহিশ ভর্তি লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য আবু বক্করের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ মর্মাহত। নিহত পুলিশ আইন মাফিক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় লাটাহাম্বার ও চালককে আটক করা হয়েছে।