দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শাহজামাল, সেলিম উদ্দীন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল হান্নান পটু, সাবিনা ইয়াসমিন, মোমেহার খাতুন, রওশনারা, সামসুল আলম,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যক্তা মাহমুদা খাতুন, সামসুজ্জোহা সৌরভ,মিনারুল ইসলাম, রাসেল শাহ্ সহ সমস্ত ইউপি সদস্য বৃন্দ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে এই সরকারি কম্বল বিতরণ করা হয়।