দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাত রহমান। বেলা ১১টার দিকে তিনি সরজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প, সব ধরনের রেজিস্টার, ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, চলমান কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন বর্তমান সরকারের আমলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। জন সেবায় যেন কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে বলেন। ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে তিনি সন্তুষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, হাউলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান (২) শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, ইউপি সদস্য শাহজামাল, সেলিম উদ্দিন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, ডিজিটাল সেন্টারের উদ্যক্তা মাহমুদা খাতুন ও সৌরভ হোসেন প্রমূখ।