ফুটবল এবং ক্রিকেট মাঠে মোহামেডানের যাচ্ছেতাই অবস্থা। ক্রিকেটে হারতে হারতে জয়ের মুখ দেখেছে। ফুটবলেও ছিল একই অবস্থা। তবে একটু স্বস্তির খবর হচ্ছে গতকাল ফুটবল এবং ক্রিকেটে, দুই খেলাতেই জয় পেয়েছে মোহামেডান। তাদের জন্য অন্যরকম একটা দিন গেছে। বিকেএসপিতে প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান হারিয়েছে সিটি ক্লাবকে। আর প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ৬-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে।
মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিককে লিগের প্রথম পর্বেই বিদায় করেছে মোহামেডান। তার কাছ থেকে রেজাল্ট পাচ্ছিল না এমন সব কথা ছড়িয়ে মানিককে সরিয়ে মানিকের সহকারী কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
আলফাজ অনেক দিন ধরেই মোহামেডানে কাজ করছেন। এবার পুরোপুরি দায়িত্ব পালন করছেন মোহামেডানের এই সাবেক ফুটবলার। চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামেন। আলফাজকে সহযোগিতা করছেন ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, গোলকিপার কোচ ছাইদ হাসান কানন। আলফাজ কাল প্রথম ম্যাচে ভালোভাবেই উতরে গেলেন। কালকের জয়ে মোহামেডান এখন পাঁচ নম্বরে। চেষ্টা চলছে কীভাবে রেলিগেশন থেকে বাঁচা যায়।
৪১ দিন বিরতি দিয়ে শুক্রবারই শুরু হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব। আর গতকাল গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফিরতি পর্বে মোহামেডান নিজেদের প্রথম ম্যাচ খেলল। চতুর্থ জয় পেল। প্রথম পর্বে তিন জয় নিয়ে শেষ করেছিল। আর কাল প্রথম ম্যাচে জয় পাওয়া মোহামেডানের ঘরে আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যাবে। হ্যাটট্রিক পেয়েছেন মালির ফুটবলার এবং অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। মুজাফফরভ, সাজ্জাদ এবং সানডে একটি করে গোল করেন। অথচ এই ম্যাচে আট মিনিটে আফ্রিকান ফুটবলার ডিজিংগাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। ধরে নেওয়া হয়েছিল মোহামেডান শেষ। কিন্তু গোল হজমের পর মোহামেডানকে রুখতে পারেনি মুক্তিযোদ্ধা। আক্রমণে ঝাঁপায় সাদা কালো শিবির। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন অধিনায়ক দিয়াবাতে।
৩৫ মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন দিয়াবাতে। ৪২ মিনিটে মুজাফফর গোল করে ৩-১ গোলের লিড এনে দেয় মোহামেডানকে। ৫৩ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক করে দলকে ৪-১ গোলে এগিয়ে নেন অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। ৬৯ মিনিটে সানডের গোলে ৫-১ গোলের লিড পায় মোহামেডান। ম্যাচের ৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেক্টি মারেন সাজ্জাদ।৬-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী দলটি।
১১ খেলায় চার জয় এবং তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান। অন্যদিকে মুক্তিযোদ্ধা ১১ খেলায় তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারায় পুলিশ এফসিকে।
সূত্র: ইত্তেফাক