দেড় যুগ পর আগামি ২১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলন ঘিরে উপজেলাজুড়ে আওয়ামী লীগে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সম্মেলনে আগত অতিথিদের বরণ করতে পৌর শহরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তোরণ নির্মাণের কাজ চলছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, উদ্যম, প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
সম্মেলন উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ বছর পূর্বে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর গত ১৮ বছরে আর কোনো নিয়মিত কমিটি গঠন করা হয়নি।
বিগত কাউন্সিলে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ও নিয়মিত কমিটি গঠনের পর গঠনতান্ত্রিকভাবে মেয়াদ শেষ হলেও আর কাউন্সিল দেখেনি আলমডাঙ্গা উপজেলাবাসী। সর্বশেষ কাউন্সিলে ১৮ বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে ইয়াকুব আলি মাস্টার।
দলের একাধিক সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দেড় যুগ সময় ধরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়নি। তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা কারণেই তা সম্ভব হয়নি।
নতুন পুরাতনের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি হবে বলে নেতৃবৃন্দরা প্রত্যাশা করছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের এমপি ছেলুন জোয়াদ্দারের সিদ্ধান্তের ওপর সবার বিশ্বাস ও আস্থার কথা শোনা যায়। তিনি যে সিদ্ধান্ত নেবেন দলীয় নেতাকর্মীরা তাই মেনে নেবেন বলে জানায়।
ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতি হিসেবে কার্যকরি কমিটির সভা করে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। সম্মেলন সফল করতে প্রতিটি ইউনিয়নে বর্ধিতসভা করা হয়েছে। দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করে বর্ণিল সাজে সজ্জিত করা হবে পৌর শহরকে।
পৌরসভা এলাকার আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে সড়কে দেখা যাবে দৃষ্টিনন্দন তোরণ।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন জানান, সম্মেলন ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বঙ্গবন্ধুর আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যারা কাজ করবেন আগামী দিনে তাদের প্রয়োজন।
এ সম্পর্কে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, সম্মেলনের প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। সম্মেলনের আগের দিনেই শতভাগ কাজ সম্পন্ন করা হবে। সম্মেলন সফল করতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।