গর্ব আমার, স্বর্গ আমার, থ
স্বপ্ন আমার দেশ।
দুঃখে-সুখে, স্বপ্ন বুকে থ
সুখেই আছি বেশ ,
কষ্ট পেয়ে ও সুখের থ
স্বপ্ন দুচোখ জুড়ে ভাসে!
দারিদ্র তোকি আমি ও থ
সুখী তাইতে মন হাসে!
বাংলা মা এই দুঃখীকে, থ
মনের মাঝে রাখে,
দুঃখে-সুখে, বিপদের মুখে থ
সে যে আমার পাশে থাকে।
আসা আমার, ভাসা আমার, থ
মাতা আমার দেশ,
বাংলা মায়ের সন্তান আমি থ
গর্বের তো নেই শেষ!
কষ্ট পেয়েও সুখের হাসি থ
হাসতে শেখায় মাতা!
কষ্টের মাঝে ও মিষ্টি লাগে,
মায়ের স্নেহের কথা।
গর্বে ভরা এই বুকে থ
স্বপ্ন খোঁজে সুখ,
দুঃখে-সুখে, কষ্টে রেখে থ
স্বপ্নে বাদ্ধি বুক!
স্বপ্ন দেখা দুচোখ আজ,
সত্যি পেলো ভাষা থ
মায়ের সুখে, দুঃখীর চোখে থ
ফিরলো স্বপ্নের আসা।
ফিরলো সুখ, ঘুচলো দুঃখ,
ভরলো সবার কষ্টের বুক!
বাঁচতে জানি, ভাসতে জানি, থ
গর্বে সবাই তাই।
দারিদ্রাতা ভুলে মায়ের থ
স্নেহে জ্বরাতে সবাই চাই!
দুঃখীর মুখ ও গর্ব হাসে থ
বলচ্ছি তো সেটাই!