ধোঁয়াশা মেঘে ঢাকা এক রাত্রিশেষে
হাজারো দুঃখ-কষ্ট সঙ্গে নিয়ে
অন্তঃকোণে লুকিয়ে থাকা এক ভাবনার সাগরে,
কল্পনার দৃষ্টিতে ভাবি আমি নিস্তব্ধ মনে।
আসলে জীবনটা কি?
রুদ্ধ শাশ্বত চিত্তের মন
উদীয়মান শক্তির বলিষ্ঠে
জীবন-যুদ্ধের লড়াইয়ে
বীরবেশে সত্যের সন্ধানে
এগিয়ে যাওয়া বীরের মধ্যে
লুকিয়ে রয়েছে চেতনার সন্ধান।🌋
বদ্ধ চিত্তের মন লোভনীয় শক্তির পথ চেয়ে
জীবনকে উপভোগ্য মনে করে,
চলবে যারা এই জগতে
জীবন্মৃত বেশে বিচরণ করে বেড়াবে
নিজ স্বার্থের অঙ্গীকারে।
এই পৃথিবীতে প্রত্যেকটি
মানুষের অন্তঃকোণে দুঃখ
সাগরের আয়না থাকা উচিত।
দুঃখেই পাওয়া যায় বাস্তবতার সন্ধান,🌎
সুখেই ভুলে যায় চেতনার সন্ধান।
দৌর্মনস্যের সাগরে নিমগ্ন হলে,
পাবে তুমি সকল প্রশ্নের উত্তর,,
সব ভাব যায় না উন্মোচন করা,
কিছু ভাব রয়ে যায়
শব্দযাদুর পাতায়🀄।