এই আকাশটা আমার ছিল স্বপ্ন ছিল আঁকা
জীবনচক্রে আসলো ঘুরে দুর্ভাগ্যের চাকা
মানবতা পিষ্ট হয়ে আঁধার এলো ঘরে,
রঙিন চোখের স্বপ্নগুলো উড়লো বালুচরে।
পিঞ্জরেতে আটকে পড়া না বলার সব কথা
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মেঘের নিরব ব্যথা।
পাথর চাপা অক্ষি দুটি নির্ঘুমেতে কাটে,
আমার চেনা আপন সময় পাশ কাটিয়ে হাঁটে।
হারিয়ে গেছে শিক্ষার আলো অন্ধকুপের তীরে
রঙিন খামের সেই ঠিকানা ভেজে আঁখি নীরে।
স্বাক্ষী আছে কত জীবন ইতিহাসের পাতায়,
দুঃসময়ের জীবন কথা হোক না লেখা খাতায়।