গৌরবে সৌরভে যদি দিন চলে যায়
চন্দনের গন্ধটুক অঙ্গ ভরে থাকে
সঞ্চিতে পরাগ রেণু পুষ্প বন ডাকে।
অঞ্জনের স্বপ্ন কুঁড়ি সুপ্রভাতে ফোটে
হেরে দেখ এ বৈভব ভাগ্য গুনে জোটে।
ক্ষনকাল হমকায়ী হলে এ সুখ সম্পদ
অনাদরে ঝরে যাবে যুগ্ম কোকনদ
হাসিনা বিদ্বেষে তাই হয়েছে চঞ্চলা
বিক্ষোভের অললের কে বা ধার ধারে
আমিও পাথর সম রাস্ট্রে বসে আছি
রতন কাঞ্চন সব আছে কাছাকাছি
পুলকে পোহাবো নিশি বসন্তের কালে।
আন্দোলনে যাক ওরা কেনবা সরাবো
উপনির্বাচন হবে আমি তা করাবো।