অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হয়, সেই সহযোগিতাই বিএনপি এই সরকারকে করছে। দীর্ঘদিনের জঞ্জালে আবদ্ধ রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার জন্য যে পরিবেশ ও পরিস্থিতি প্রয়োজন, তা ৩-৪ মাসের মধ্যে তৈরি করা সম্ভব নয়।
আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং বারবার বলে আসছি আমাদের লড়াই কেবল একটি সুষ্ঠু নির্বাচন নয় এটি দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামের অংশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কমিটমেন্ট অত্যন্ত সুস্পষ্ট বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে মুখার্জি পাড়ায় জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এ কথা বলেন।
তিনি আরো বলেন, মেহেরপুর জেলায় যে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা অচিরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ডের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে প্রকাশ করা হবে। আমরা বিশ্বাস করি, এই কমিটি মেহেরপুরের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।
এসময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জেলার রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।