ওই যে দেখো সবুজবন
তাতে কত পাখি
করছে ডাকাডাকি।
সকাল-বিকাল ফুলের সাথে;
প্রজাপতি,
করছে মাখামাখি।
বনের মাঝে গাছে গাছে
সবুজ পাতা
সবুজে ছোঁয়া মন,
প্রকৃতির এই সবুজ শোভায়-
হাসছে,সবুজ এ বন।
ওই খুকি স্বাধীন হবে
ডানা মেলে উড়বে,
পাখিদের সাথে তুমি
বনে বনে ঘুরবে।
মুক্তির স্বাদ পেয়ে;
স্বাধীনতায় মুড়বে,
সবুজে সবুজে অন্তর তোমার
দেশের প্রেমে জুড়বে।