আগামী শুক্রবার পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অংশ নিবে বাংলাদেশ দল।
সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ ও তরুণ পেসার শরিফুল ইসলামের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারবান টেস্টে ডান কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। যে কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না।
তাসকিনের মতো একই অবস্থা তরুণ পেসার শরিফুলের। অনুশীলনে বাম পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন তিনি।
পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তাসকিন ও শরিফুলের।
তাসকিন-শরিফুলের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ডান কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। যে কারণে তার নড়াচড়া করতে খুব অসুবিধা হচ্ছে। তাকে পুরোপুরি সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
শরিফুলের চোট নিয়ে ফিজিও বলেন, শরিফুল ২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন। তার একটি এমআরআই করা হয়েছে। তার লিগামেন্ট ইনজুরি রয়েছে। সে ইতিমধ্যেই পুনর্বাসন শুরু করেছে। সম্ভবত এই মাসের শেষের দিকে আবার সে অনুশীলন শুরু করতে পারবে।