২০০৪ সালের এপ্রিল মাসে ৬৭ জন সদস্য নিয়ে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। তারপর থেকে দীর্ঘ দেড়যুগ পর আর কোন কমিটি হয়নি।
দীর্ঘ দেড়যুগ পর দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় দর্শনা পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্টিত হবে।
এ সম্মেলনকে কেন্দ্র করে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে।
এ সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি পদে বর্তমান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মনজু সভাপতি হিসাবে এগিয়ে আছে বলে জোর গুন্জন উঠছে।
তার প্রতিদ্বন্দী বর্তমান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,ও জুড়ানপুর ইউনিউনের চেয়ারম্যান সোহরাব হোসেন সভাপতি প্রাথী হয়ে প্রতিদন্দী করছে বলে জানা গেছে। সাধারন সম্পাদক পদে যারা প্রাথী হয়ে প্রতিদ্বন্দীতা করেছে তারা হলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, পারকৃন্ষপুর মদনা ইউনিউনের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম,দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ আজিজ,আ’ লীগ নেতা আবু তালেপ,ও শহিদুল ইসলাম,প্রাথী হয়ে প্রতিদন্দী করবে বলে জানিয়েছে একটি সুত্র।
দীর্ঘ ১৮ বছর পর দলের সম্মেলন অনুষ্টিত হওয়ার ষোষনা এলে নেতা কর্মীদের মধ্যে গতি ফিরে আসে। শুরু হয় উৎসবের আমেজ।
দামুড়হুদা উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন মন্থস্থ পৌর শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ক সাজানো হবে বর্ণিল সাজে। সম্মেলন সফল করতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। দর্শনা পৌর অডিটোরিয়াম মিলানায়তনে তৈরি করা হবে সম্মেলন মন্ঝ।
সম্মেলন সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন নেতা কর্মিরা। এদিকে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এমপির নির্দেশন নিয়ে আমরা দামুড়হুদা উপজেলাবাসি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সম্মেলন শতভাগ সফল হবে বলে জনান প্রাথীরা।
অপরদিকে এমপি আলী আজগার টগর বলেন দামুড়হুদা উপজেলায় কোন প্রকার দলীয় কোন্দল নেই। এই কমিটি দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে এবং আওয়ামী লীগকে আরও বেগবান করে তুলবে।