শুধু পত্রিকা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আপনজন- এই ধারাবাহিকতা রক্ষার দৃপ্ত শপথের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দৈনিক রানারের প্রতিনিধি সম্মেলন।
রবিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আরএম কবিরুল আলম দিপু। বক্তব্য রাখেন দৈনিক রানারের প্রকাশক উত্তম কুমার ঘোষ। ডেপুটি এডিটর প্রণব দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন বার্তা সম্পাদক তৌহিদ জামান, দৈনিক রানারের শুভাকাঙ্ক্ষী সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার জাহিদুল কবীর মিল্টন, এ্যান্টনি দাস অপু, এফ এম এ রাজ্জাক, এইচ এম হাসেম, ওয়াজেদ খান ডবলু, রাজু আহম্মেদ, আরিফুজ্জামান, এম আজিজুল হক, শাহীন আহমেদ, সোহাগ হোসেন, বাবুল আক্তার, রহিদুল ইসলাম খান, রাশেদ হোসেন, সোহাগ হোসেন, আতাউর রহমান জসি, নাসির উদ্দিন, জিএম বাবু প্রমুখ।
এছাড়া, মোল্যা গিয়াস উদ্দিন, জাহিদ হাসান, শিমুল হোসেন, অনাথ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, কে এম শাহীনুর রহমান, মো. ইমরান, সুব্রত কুমার, এনামুল হক দুলু, সালাউদ্দীন, সাইফুল ইমলাম, জয়ন্ত জোয়ারদার, ইমরান হোসেন, আকিমুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শাহাদাতবরণকারী সকলের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দৈনিক রানারের প্রতিষ্ঠাতা মরহুম গোলাম মাজেদ ও তার স্ত্রী মরহুম রাবেয়া খাতুন, পুত্র শহীদ সাংবাদিক আরএম সাইফুল ইসলাম মুকুল, মঞ্জুরুল আলম টুটুলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।