গাংনী পৌরসভার বাঁশবাড়ীয়া বাজারের দোকান ঘরের মালিক রিজাল শাহ’র ছেলে সাইন এর রাখা বালির গাদাই চরম ভোগান্তির শিকার শাহাজান স্টোরের শাহাজান জানান ৪লক্ষ টাকা জামাত ও প্রতি মাসে ৪হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করে আসছি।
কিন্ত দোকার মালিক নিজে দোকানের সামনে বালি গাদা দিয়ে রাখার কারণে ব্যবসায়ী ভাবে চরম ক্ষতির শিকার আমি। মুদি দোকানদার আব্দুল আজিজ জানান আমার দোকানের সাটার খোলার কায়দা নেই।
চায়ের দোকানদার মাসুদ জানান আমার চায়ের দোকানের পাশে বালির গাদা থাকার কারণে খরিদ্দার বসে না। কসমেটিক দোকান মালিক জামারুল জানান রিজাল শাহ ছেলে সাইন শাহ বালি রাখার কারণে দোকানের মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। পশু চিকিৎসক লিয়াকত আলী জানান রাস্তার জায়গার উপর বালি রেখে আমাদের ব্যবসার বারোটা বাঁজিয়েছে।
কসমেটিক দোকান মালিক নিহাজ আলী জানান সরকারি জায়গায় বালি রেখে দোকানদার কে ভোগান্তির মধ্য ফেলেছে। মুদি দোকান মালিক ইমাজদ্দীন জানান বালির কারণে আমি দোকানে বসে ব্যবসা করতে পারি না। কাপড়ের দোকান মালিক হাবিবুর জানান বালি নিয়ে আমরা বিপদের আছি বাঁশবাড়ীয় বাজারের কিছু দোকান মালিকরা।
বাঁশবাড়ীয়া বাজার পরিচালক পরিষদের সাধারণ সস্পাদক আব্দুল খালেক জানান বাজারের বিভিন্ন জায়গায় বালি রাখার কারণে দোকান মালিক ব্যবসায়ী ক্ষতির শিকার হয়। আমরা পৌর কর্তৃপক্ষ কে বিষয় টি জানালে তারা বালি ব্যবসায়ী সাইন কে নোটিশ করে কিন্ত কোন কাজ হয়নি। বাঁশবাড়ীয়া বাজার পরিচালক পরিষদের সভাপতি সামসুজ্জামান জানান পরিষদের সিদ্ধান্ত নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড কাউস্মিলর মিজানুর রহমান (মদন) জানান পৌরকর্তৃপক্ষ বালু ব্যবসায়ী সাইন শাহ কে নোটিশ দিয়ে জানিয়েছে বালু সরিয়ে না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।