জীবননগরে প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন করলেন যশোর কাস্টম কমিশনার মুহাম্মদ জাকির হোসেন।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় প্রস্তাবিত দৌলৎগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পরিদর্শন কালে সিএন্ড এফ এবং স্থানীয় ব্যবসায়ী, সুধী ও জনপ্রতিনিধিরা গাড়ি বহরে তিনাকে বরণ করে এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত হন কাস্টম কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কাস্টম কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো: আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, কে ডি কে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, সিএন্ড এফ সভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক, ব্যবসায়ী খোকন, ফয়সাল খবির প্রমুখ।
জীবননগর প্রতিনিধি