গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দ্বিতীয় বারের জন্য সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম।
মফিজুল ইসলাম (তালা প্রতিকে) মোট ভোট পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন ফুটবল প্রতিকে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট। ৫১৮ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মত বেসরকারীভাবে মফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে (আযান, বাহাগুন্দা ও জুগিন্দা গ্রাম)মোট ভোটার ৪ হাজার ৭৬৬ ভোট।
উল্লেখ্য, ভোটকে কেন্দ্র করে মফিজুল ইসলামকে বেলা ১১ টার দিকে ২ নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী জাকির হোসেনর (ফুটবল মার্কা) সমর্থক নমাজ আলীর ছেলে মুরাদ আলী মেহেরপুর পৌরসভার ভোটার বর্তমান মেম্বর মফিজুল ইসলামকে (তালা মার্কা) গালিগালাজ করে। প্রতিবাদ করলে মফিজুল ইসলামকে মারধর শুরু করেন। এ ঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে মফিজুল ইসলাম গ্রুপের ৫ জন আহত হন।আহতদের মধ্যে আবু শেখ (৭৫) ও মোশারফ হোসেন (৪৫) গাংনী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া মফিজুল ইসলামের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।