মেহেরপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বউ পালিয়ে যাওয়ার অভিযোগ করেছে স্বামী বিপ্লব। গত ২৪ তারিখ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম বিপ্লবের বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানিয়ে বিল্পব।
এ বিষয়ে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগও করেছে বিপ্লব। বিপ্লব মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মনিরুলের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রী।
বিপ্লব জানান, গত ২৪ মার্চ আমরা স্ত্রী শারমিন খাতুন নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। অনেক খুঁজাখুঁজির পরও তার সাথে যোগাযোগ করতে না পেরে থানায় অভিযোগ দিই।
এবিষয়ে শারমিনের পিতা শাহিনের সাথে মোবাইল ফোনে (০১৯২০৭৫৩৪৪৮) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে মুজিবনগর থানার এস আই আরিফ জানান, বিপ্লবের বউ চলে যাওয়া প্রসঙ্গে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি। তবে ইতিমধ্যে শারমিন তার স্বামী বিপ্লবকে তালাক দিয়েছে বলে শোনা যাচ্ছে।