প্রভু তোমার বিধান মেনে
রবি শশী ঘোরে,
তাইতো আবার নববর্ষ
এলো আমার দোরে।
আমার যত ভুলত্রুটি
ক্ষমা করো প্রভু,
নতুন সনে মন্দ পথে
নিও নাকো কভু।
ভুবন থেকে সব মুসিবত
নাওগো তুমি তুলে,
তোমার আদেশ নিষেধ কভু
যাই না যেন ভুলে।
এমন জীবন দাও আমাকে
মরণে চাই হাসি,
আমার বিদায় কালে যেন
কাঁদে ভুবনবাসী।