মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ। এখন শুধু অপেক্ষার পালা। কে আসছেন জনপ্রতিনিধি। সকলের মাঝে উচ্ছাস বইছে তবে উৎকন্ঠাও আছে। কারন, নির্বাচনের শুরুতেই এখানে ঝরেছে রক্ত।
রাজনগর, জুগিন্দা, হাসনাবাদ, বরশি বাড়িয়া, বারাদি,মোমিনপুর, কলাইডাঙ্গা, পাটকেল পোতা, পাটাপুকা, চাঁদপুর, পুরাতন দরবেশপুর, সিংহাটি, নতুন দরবেশপুর ও শিমুলতলা গ্রাম নিয়ে গঠিত বারাদি ইউনিয়ন।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত বারাদি ইউনিয়নের নির্বাচন। পিরোজপুর ইউনিয়ন কে ভেঙে বাড়াদি ইউনিয়ন করা হয়েছে। স্বাভাবিক কারণে নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।
নবগঠিত বাড়াদি ইউনিয়নে প্রথমবারের মতো নির্বাচন হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রথমবারের মতো অনুষ্ঠিত বারাদি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার হওয়ার লক্ষ্যে প্রার্থীরা উঠে পড়ে লেগেছে।
নবগঠিত বারাদি ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ১৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬০৪ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৫৪৬ জন।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত মোমিনুল ইসলাম( নৌকা), আরমান আলী (ঘোড়া), হাসিবুল হাসান বাবু (চশমা), নুরু উস সাফা (মশাল), নুর ইসলাম (রজনীগন্ধা), সালে আল আজিজ টনিক (আনারস)।
সংরক্ষিত সদস্য পদে ১ নং ওয়ার্ডে পুষ্পরানি (মাইক), সালমা (তালগাছ) , বিউটি (হেলিকপ্টার), শাহিনা (সূর্যমুখী ফুল) ,পারভীনা (বক)। ২ নং ওয়ার্ডে সাগরিকা (বক) , আজমিরা(মাইক) বুলবুলি (কলম), নুরজাহান (তালগাছ), ৩ নং ওয়ার্ডে ফারজানা (বক), শাহনাজ খাতুন (হেলিকপ্টার), খাদিজা আক্তার (মাইক), শামসুন্নাহার (তালগাছ) প্রতীক ভোট করছেন ।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে মুক্তি (ফুটবল), মোস্তাফিজুর (টিউবওয়েল), খাকছার (বৈদ্যুতিক পাখা), কাসেদ (মোরগ), আসাদুল (তালা, ২ নং ওয়ার্ডে ইমাম-উল-হক (মোরগ), আব্দুস সালাম (তালা), আশরাফুজ্জামান (ভ্যানগাড়ি) , মোখলেসুর রহমান (বৈদ্যুতিকপাখা), শফি মীর (ফুটবল), শাহিন আলী (টিউবওয়েল), ৩ নং ওয়ার্ডে রিপন (ক্রিকেটব্যাট), তারিকুল (মোরগ), আকরাম হোসেন (তালা), রবিউজ্জামান বাবু (ফুটবল), শরিফুল ইসলাম (টিউবওয়েল), ৪নং ওয়ার্ডে রিপন (ফুটবল), স্বাধীন (তালা), মুর্শিদকুলি মেঘা (মোরগ), ৫ নং ওয়ার্ডে সাইফুল (বৈদ্যুতিক পাখা), তাহাজ উদ্দিন (মোরগ), বেলাল উদ্দিন (তালা), কামরুজ্জামান (টিউবওয়েল), নজরুল ইসলাম (ফুটবল), ৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর (মোরগ) , শফিকুর রহমান (তালা) ,শাকমান মোল্লা(ফুটবল) । ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা) , রফিকুল ইসলাম (ফুটবল) , রেজাউল (টিউবওয়েল) , কামাল (মোরগ), ইয়াদ শেখ (তালা), ৮ নং ওয়ার্ডে সাইদুর (ভ্যান গাড়ি), শফিকুল (তালা), সোহাগ (বৈদ্যুতিকপাখা), জয়নাল (মোরগ), সিদ্দিক আজিজ বাবলু (ঘুড়ি), জাকির হোসেন (ফুটবল), হাফিজুর (টিউবওয়েল), ৯ নং ওয়ার্ডে এমদাদুল (তালা), জাহাঙ্গীর হোসেন (ফুটবল), দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবওয়েল)।