নষ্ট জীবন নিয়ে আমর দুঃখ শত শত
এই কারণে মন ভেঙ্গে হয় যে ক্ষত ক্ষত।
বদল করা যেত যদি আমার নষ্ট জীবন
সুখের জীবন হত আমার, হত সুখের মরণ।
মাতাল হয়ে যদি আমি দুঃখ ভুলিতাম
মনে মনে দুঃখ গুলো ভুলেই যেতাম।
নদীর ধারে গিয়ে যদি বান্ধি নতুন ঘর
সব কিচ্ছু ভেঙ্গে দিবে কাল বৈশাখী ঝড়।
আধার দিয়ে যদি আলো পাওয়া যেত
ভালো জীবন হত আমার, সুখের জীবন হত।
পাপের জীবন দুর করিব নামাজ রোজা দিয়ে
বিধি আমায় মাফ করিও আমার জীবন নিয়ে।