নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের আজকের দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এ অভিনেতা। ১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন আলী যাকের। ১৯৭৩ সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে।
‘বহুব্রীহি’, ‘তথাপি পাথর’, ‘আজ রবিবার’ এর মতো টিভি নাটকে অভিনয় করেও তিনি প্রশংসা পেয়েছেন। ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন আলী যাকের। বেতারে অর্ধশতাধিক নাটকে কাজ করেছেন এ কিংবদন্তি।
দীর্ঘ কর্মজীবনে নাটকে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন আলী যাকের।
আলী যাকের ১৯৭৭ সালে অভিনেত্রী সারা যাকেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়াও অভিনয়শিল্পী।
২০২০ সালের ২৭ শে নভেম্বর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন গুণী অভিনেতা আলী যাকের।
সূত্র: ইত্তেফাক