টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই চমক উপহার দেবে পুঁচকে নামিবিয়া! এমন আভাসই মিলছে।
প্রথম ইনিংসে দারুণ ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলে নামিবিয়া।
এবার বল হাতেও দারুণ শুরু করেছে আফ্রিকার দলটি। নামিবিয়া বোলারদের তোপে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শক্তিশালী শ্রীলংকা।
দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হানেন নামিবিয়ান পেসার ডেভিড ওয়াইজ। ওভারের ৪র্থ বলে ৬ রানে ব্যাট করতে থাকা কুশল মেন্ডিসকে আউট করেন তিনি।
এক ওভার পরেই দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার শিকঙ্গ। পর পর দুই বলে দুই লঙ্কান ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন তিনি।
৯ রানে আউট হন ওপেনার পাথুম নিশাঙ্কা। আর রানের খাতা না খুলেই ফিরেছেন দানুশকা গুনাথিলাকা। ৭ম ওভারে ফের লঙ্কান শিবিরে আঘাত নামিবিয়ার। ওভারের ৩য় বলে ধনাঞ্জয়াকে ফেরালেন ফ্রাইলিংক। ১১ বলে ১২ রানে শেষ হলো ধনাঞ্জয়ার ইনিংস।
দলকে বিপদ থেকে উদ্ধারে এখন লড়াইয়ে ব্যস্ত রাজাপাকশে ও অধিনায়ক দাসুন শানাকা।
খেলার এ পর্যায়ে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান।