নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে বিশ্বব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে বিশেষ এক ডুডল প্রকাৃশ করেছে টেক জায়ান্ট গুগল। ২০০৫ সাল থেকে এই দিনে নারীর প্রতি সম্মান জানতে ডুডল প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।
এতে একজন নারী অন্য নারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এমনই একটি আবহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডুডলটি তৈরি করেছেন ডুডল শিল্পী ‘অ্যালিসা উইনান্স’।
ডুডলের প্রতিটি ‘GOOGLE’ অক্ষরের ভিগনেটগুলো এমন করে সাজানো হয়েছে, যাতে দেখানো হয়েছে-বিশ্বজুড়ে নারীরা একে অপরের উন্নতি করতে এবং একে অপরের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য-সহযোগিতা করছেন।
ডুডলটিতে সেই সব নারীদের কথা বলা হয়েছে যারা মাতৃত্বের সময় একে অপরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটিতে এমন নারীদের কথাও তুলে ধরা হয়েছে যারা তাদের অধিকার অন্বেষণ করতে, শিখতে এবং এগিয়ে যেতে একত্রিত হন। যারা জীবনের সব স্তরের মানুষের যত্ন নেন।
১৯০৮ সালে ৩ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯১৪ সালে থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস হিসেবে উদযাপন শুরু করে। জাতিসংঘ ১৯৭৭ সালে এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা আহ্বান জানানোর পর থেকে প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়ে আসছে।
সূত্র: ইত্তেফাক