শীতের কবলে বিপর্যস্ত অজস্র হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে কুষ্টিয়া শহরতলীর হরিশংকরপুর এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। একইসাথে তাদের রান্না করা খাবার বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার ‘কম্বল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ও নিঝুম লেডিস কর্ণার এর কর্ণধার নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ। এসময় তিনি বলেন, প্রচন্ড এই শীতে শীতার্ত কষ্ট লাঘবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে
তার নিজ উদ্যোগে যেভাবে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এভাবে যে যার জায়গা থেকে এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে।
নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমত নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম ব্যবসায়ের পাশাপাশি মানব সেবামূলক কর্মসূচিসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। এই সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ঔষধ, মাদ্রাসায় কুরআন শরীফ সহ, শিক্ষার্থীদের পোশাক প্রদান করে থাকে।