নারীবাদী নারীগণে পুুরুষ সেজে চলে,
নারীঅধিকারের নামে ভক্ত কথা বলে।
নারীর জন্য কান্না ওদের নিছক অভিনয়,
মূলে ওরা নারীর মতো চলতে রাজি নয়।
ধর্ম ওদের গাত্রদাহ নাস্তিকতায় সুখ,
পরপুরুষের সাথে ঘুরে কাটে মনের দুঃখ ।
নারীদের চিরঐতিহ্য মাথায় লম্বা চুল,
পুরুষের রূপ ধারণ করে করছে ওরা ভুল ।
নারীর দেহে ভিন্ন শোভা সৃষ্টিকর্তার দান,
দেহের শোভা আলগা করে হারাচ্ছে সম্মান ।
“নারী-পুরুষ উভয় সমান” সকল ক্ষেত্র নয়,
অসংখ্য পার্থক্য নিয়ে কিভাবে এক হয় ?
নারীগণই জননী হন পুরুষের নেই সাধ্য,
পুরুষেরা চিরদিনই জনক হতে বাধ্য ।
নারী ধর্ষণ শিশু ধর্ষণ বাড়ছে কেন বলো ?
নারী তোমার সৌন্দর্য আড়াল করে চলো ।
এ্যাসিডদগ্ধ, অপমৃত্যু ঘটছে নিত্য দিন,
নারী তুমি হয়ো নাকো শালীনতাহীন ।
পুকুর,ডোবা,নালায় কেন ভাসে নারীর লাশ ?
যৌনোস্কানির সংস্কৃতি জাতির সর্বনাশ ।
দেহ ভিন্ন, কন্ঠ ভিন্ন, ভিন্ন নারীর চিন্হ,
নর-নারীর চলাফেরার অঙ্গণ হবে ভিন্ন ।
নারীর সম্মান অধিকতর নারী মায়ের জাত,
মা জননীর পদতলে সন্তানের জান্নাত ।