মো: সবুজ আলী, পিতা মো: বাদল হোসেন, গ্রাম শ্যামপুর, মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর।
গত ১৮ ডিসেম্বর ভ্যানযোগে নিজ বাড়ি থেকে গাংনীর উদ্দেশ্যে বের হয় কিন্তু আর ফেরেনি। বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে। গাংনী র্যাব কাম্পেও অভিযোগ করা হয়েছে। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তবে যোগাযোগ করুন। মো: বাদল হোসেন, ০১৭৪২-৮২৭১৬১ ।