ঘরের মাঠে নেমেই হেরে গেল চট্টগ্রাম। ঢাকায় পরপর দুই ম্যাচে টানা জয়ের পর ঘরের মাঠে খেলতে নেমে পরাজয় দেখল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। এরপর টানা দুই ম্যাচে ঢাকা ও খুলনার বিপক্ষে জয় পায় চট্টগ্রাম।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম। ঘরের মাঠে চট্টগ্রামকে হারিয়ে আগের ম্যাচের পরাজয়ের শোধ নেয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ রানেই ওপেনার কেনার লুইসের উইকেট হারায় চট্টগ্রাম। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন আফিফ হোসেন।
এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় চট্টগ্রাম। ২৮ রান করে ফেরেন জ্যাকস। ৩৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করেন আফিফ। ইনিংসের শেষ দিকে নাঈম ইসলামের ১৯ বলে অপরাজিত ২৫ রানে ভর করে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম।
খুলনার হয়ে ৩ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট নেন লংকান তারকা অলরাউন্ডার থিসেরা পেরেরা।
টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা। দলের জয়ে ৪৭ বলে ৫৮ রান করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। ৩০ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৩/৮ (আফিফ হোসেন ৪৪, উইল জ্যাকস ২৮, নাঈম ইসলাম ২৫*; থিসেরা পেরেরা ৩/১৮)।
খুলনা টাইগার্স: ১৮.৫ ওভারে ১৪৪/৪ (আন্দ্রে ফ্লেচার ৫৮, মুশফিকুর রহিম ৪৪*, সেকুজি প্রসন্ন ২৩; মেহেদি হাসান মিরাজ ২/২৪)।
ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী।