আমার দিনের আকাশ ভালো লাগেনা
কাছে টানে না।
আকাশের দিকে তাকালে চোখ ঝলসে ওঠে
আমার তো রাতের আকাশ পছন্দ।
মনের ইচ্ছে গুলো ডানা মেলে ওঠে
কখনো কখনো দিনের মেঘলা আকাশ।
আমাকে বিপাকে ফেলে দেয়,
আবছায়া আধার নাকি কালো চাদরের আদর।
শরীর ছুঁয়ে যাওয়ার আগে থমকে যায় বাতাস,
তুমি সেই দিনের আকাশের মতো।
বেঁচে থাকার জন্য জরুরি,
অথচ আমি নিশাচরী।
জোনাকের আলোয় পথ খুঁজে যায়,
যেখানে দিনের আলো পথ দেখায়।
তবুও দিনের আলো,
আমার ভালো লাগে না।