চাকরিবিধি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা শোকজের উত্তর দিয়েছেন অসুস্থতা জনিত ছুটি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারণা করা সাইদুর রহমান।
আজ সোমবার সকাল ১১ টায় মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেনের কাছে তিনি শোকজের উত্তর দিয়েছেন।
শোকজের উত্তরে তিনি বলেছেন, তিনি সঠিক নিয়ম জানতেন না। এজন্য তিনি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আর এ ধরনের ভুল করবেন না।
উল্লেখ্য, অসুস্থতা জনিত ছুটি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সাইদুর রহমানকে স্বপ্রনোদিত শোকজ করেছিল মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।
তবে চাকরিজীবী হয়েও অসুস্থতা জনিত ছুটিতে থেকে নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়া বিষয়ক সংবাদ প্রকাশের পর সাইদুর রহমান অত্যন্ত উদ্ধতপূর্ণভাবে ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে সংবাদপত্রে সংবাদটি ছাপা হয়েছে তাদের আইন সম্পর্কে কোন ধারণাই নেই। তিনি সকল আইন জেনেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।