২২ শে অক্টোবর পুরস্কার বিতরণ এবং কেক কাটার মাধ্যমে নীল মোড়ক পাঠক পরিবারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শুক্রবার বিকেল ৩ টায় মেহেরপুর জেলা গণগ্রন্থাগারে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নীল মোড়কের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নীল মোড়কের প্রধান সমন্বয়কারী লিখন জানান, যেহেতু এখন করোনাকালীন সময় তাই সীমিত পরিসরে গণগ্রন্থাগারে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন করতে হলো। পৃথিবী যদি সুস্থ হয় আগামী বছর অনেক বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বারিবাকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চৌধুরী, মেহেরপুর উন্মুক্ত পাঠ গৃহের সভাপতি মোস্তাকুর রহমান তুষার, ভ্রাম্যমান লাইব্রেরী পরিচালক আল মাহমুদ, জেলা গণগ্রন্থাগার ইমদাদুল হক সহ নীল মোড়কের সদস্যবৃন্দ।