জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও জেলা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাসভবন এবং জেলা আওয়ামী কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। এ নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল।
সূত্র: ইত্তেফাক