পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকেই প্রথমে পদক্ষেপ নিতে হবে। কারণ এই দেশটি প্রথমে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ও ইউরোপ এই সমঝোতা রক্ষা না করায় ইরানও এটির বাস্তবায়ন থেকে ধীরে ধীরে সরে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রুহানি। তিনি বলেন, যেসব দেশ গত তিন বছরে পরমাণু সমঝোতা পুরোপুরি লঙ্ঘন করেছে, এতে ফেরার জন্য তাদেরকেই অগ্রিম পদক্ষেপ নিতে হবে।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, গত ৪২ বছরে ইসলামি বিপ্লবের বার্তা ছিল একটাই- শান্তি, স্থিতিশীলতা ও বন্ধুত্ব সৃষ্টির সংলাপ। ইরান এই চার দশকে দু’টি যুদ্ধে বিজয়ী হয়েছে। এর একটি ছিল ইরাকের চাপিয়ে দেয়া সামরিক যুদ্ধ এবং দ্বিতীয়টি আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধ। সূত্র: পার্সটুডে