মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১শ’৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
দুপুরের দিকে তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার নিমতলা নামকস্থানে আবুল কালামের ছেলে উজ্জ্বলের হলুদ ক্ষেতে কর্মরত কৃষকরা ৬টি বস্তা পড়ে থাকতে দেখলে প্রথমে বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে জানালে তিনি গাংনী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পড়ে থাকা ৬টি বস্তার ভিতর থেকে ১শ’ ৮বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।