ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন। আর তাতে অনেক বিদ্যুৎ খরচ হয়। চীন গত বছর বিটকয়েন প্রস্তুতে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রে বিটকয়েন তৈরির পরিমাণ বেড়েছে।
Revisiting Bitcoin’s carbon footprint শীর্ষক নতুন গবেষণায় দাবি করা হয়েছে, বিটকয়েন তৈরিতে আগে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হতো। কারণ চীন পরিবেশবান্ধব জ্বালানিতে সমৃদ্ধ। কিন্তু চীন বিটকয়েন প্রস্তুতকারকদের বের করে দেওয়ায় এটি তৈরিতে কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহৃত হচ্ছে। বিটকয়েন প্রস্তুতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিমাণ ৪১.৬ শতাংশ থেকে কমে ২৫.১ শতাংশে নেমে গেছে। এতে কার্বন ডাই অক্সাইডের দূষণ হচ্ছে। যা পরিবেশের জন্য ক্ষতি বয়ে আনছে।
গত ২৫ ফেব্রুয়ারি গবেষণাটি জুল সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অ্যালেক্স ডি ভ্রাইস। তিনি বলেছেন, ‘আমরা গবেষণায় দেখেছি বিটকয়েন তৈরিতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার কমে গেছে।’
সূত্র: বিবিসি ও দ্য ভার্জ