প্রকৃতির এই বুকে জন্ম মৃত্যু তাই
পরিবেশ নষ্ট করা হবে আত্নঘাতী
সবুজের সমারোহ গড়ে তোলা চাই
জীবঘাতি যঞ্জ কেন হয় রাতারাতি।
স্রোতোসিনী নদী কেন বাঁধে সব লোকে
জল কেন ঘোলা করে অতি বজ্য ফেলে
গরলের আচ্ছাদনে পাখি মরে শোকে
হেন অনুচিত কাজ করে বিষ ঢেলে।
ঘন কালো ধোঁয়া ছেড়ে গাড়ি বয়ে যায়
নির্মল বাতাস আজ পাবো কোন দেশে
শ্বাস নিতে কষ্ট হয় এ যে বড় দায়
বিপদে পড়ে যে লোক নগরেতে এসে।
বোমা ছুঁড়ে মারি যদি প্রকৃতির বুকে
প্রকৃতি বিরুপ হয়ে ছাই দেবে মুখে