এসো এসো বাংলাদেশে
পরিযায়ী পাখি,
উড়াউড়ি দেখে দেখে
জুড়াই দুটি আঁখি!
হরেক রকম খাবার খেয়ে
সবুজ বনে থেকো,
সকাল-সাঁঝে গাছের ডালে
মিষ্টি সুরে ডেকো।
দেশের পাখি খুব সহজে
বন্ধু করে নেবে,
মায়ার ডোরে বেঁধে নিয়ে
ভালোবাসা দেবে।
হয় না ধরা পাখপাখালি
ফাঁদ পেতে আর দেশে,
ভয় না পেয়ে চলে এসো
থাকবে সুখে হেসে।