সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ ও সড়ক পাঁকা করণের দাবীতে মানববন্ধন করেছে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের বাগান পাড়ার বাসিন্দারা।
আজ বৃহষ্পতিবার সকালে গ্রামের নারী পুরুষেরা এ প্রতিবাদ ও মানব বন্ধনের আয়োজন করেন।
মানব বন্ধনে বক্তারা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রামের মানুষের চলাচল ও ফসল ঘরে নিয়ে আসার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সড়কের আইডি না থাকায় রাস্তাটি পাঁকা করণের উদ্যোগও নেয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে মানুষের চলাচল ও মাঠের ফসল ঘরে তুলতে বেশ কষ্ট পেতে হয়।
এদিকে স্থানীয় চেয়ারম্যানের কোন উদ্যোগ নেই মর্মে অভিযোগ এনে সড়কে ধান রোপন করে প্রতিবাদও জানান তারা।
ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, রাস্তাটি পাকা করনের জন্য আমি অনেক তদবির করেছি। আইডি না থাকায় এলাকাবাসির দাবী পুরন করা সম্ভব হয়নি। তবে আমাদের তদবির অব্যাহত রয়েছে।