ভারতে ভিভো তাদের মিড রেঞ্জ ফোন Vivo S1 Pro ফোনটি ভারতে লঞ্চ করেছে এই ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 665 SoC। আর এই ফোনটি শাওমি Mi A3, Oppo A9 2020 র সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ফোনে আছে 6.38 ইঞ্চির ডিসপ্লে আর সঙ্গে আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনটি আপনারা মিস্টিক ব্ল্যাক, জেজি ব্লু আর ড্রিমি হোয়াইট কালার অপশানে পাবেন।
VIVO S1 PRO ফোনের স্পেক্স আর ফিচার্স
Vivo S1 Pro ফোনের ফিচার যদি আমরা দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আছে 6.38 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আর এটি ফুল HD+ রেজিলিউশানের ফণ। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 SoC। ফোনে আছে 8GB র্যাম আর এর সঙ্গে আছে 128GB র ইন্টারনাল স্টোরেজ। আর এইফোনে আপনারা পাবেন ফানটাচ OS 9.2। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 নির্ভর 4500mAh য়ের ব্যাটারি। আর এই ফোনটিতে আপনারা 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ প্রযুক্তি পাবেন। এটি USB Type C পোর্টের সঙ্গে এসেছে।
আর এর সঙ্গে Vivo S1 Pro ফোনে আছে 48MP র মেন সেন্সার আর এই সঙ্গে ফোনে পাবেন 8Mp র ক্যামেরা আর 2MP র দুটি ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে পাবেন 32MP র ফ্রন্ট ক্যামেরা।
VIVO S1 PRO ফোনটা পাওয়া যাচ্ছে
Vivo S1 Pro ফোনটি একটি ভেরিয়েন্টে এসেছে এই ফোনে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এর দাম 19,990 টাকা। আর এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। আর এই ফোনটি 4 জানুয়ারি থেকে ভিভো ইন্ডিয়ার ই স্টোর, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট অন্য অন্য ইকমার্স স্টোরে পাওয়া যাচ্ছে।