পারিবারিক কলহের জের ধরে স্ত্রী স্বপ্না খাতুনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।স্বপ্না খাতুন বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) সকালের দিকে ঝিনাইদহ আমেরচারা নামক গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনায় স্বামী উজ্জল হোসেন পলাতক রয়েছে। উজ্জল মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া এলাকার তাজ উদ্দীনের ছেলে। স্বপ্না খাতুন একউ উপজেলার সুবিদপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
পারিবারিকভাবে বিয়ে হয়ে এই দম্পত্তি ঝিনাইদহ আমের চারা গ্রামে বসবাস করে আসছিলেন। বুধবার সকালের দিকে তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্বামী উজ্জল তার স্ত্রী স্বপ্না খাতুনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। এসময় প্রতিবেশীরা টের পেয়ে ছুটে আসলে স্বামী উজ্জল পালিয়ে যায়। খবর পেয়ে স্বপ্নার পরিবারের লোকজন ঝিনাইদহ হাসপাতাল থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
স্বপ্নার বাবা আরিফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই জামায় আমার মেয়ের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। পারিবারিক কলহ হলে সে আমার মেয়েকে নির্যাতনন শুরু করে। এক পর্যায়ে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। পাশের বাড়ির লোকজন জানতে পেরে ছুটে আসলে সে পালিয়ে যায়। বর্তমানে আমার মেয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভর্তি রয়েছে।