আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্টিত। আবু সাইদ পিন্টু সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত।
বৈরী ও দূর্যোপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কুমারী ভ্যাটেনারী অডিটরিয়ামে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাজী হাসান কাদির গণু।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
তিনি বলেন, যারা আজকে সংগঠনের দায়িত্ব পাবেন তারা দলকে সুসংগঠিত করতে সকলকে নিয়ে কাজ করবেন। যারা পদ পাবেন না, তাদেরও বলি আপারা কাজ করে যান, আপনার কাজের মুল্যায়নে একদিন দল আপনাকে ডেকে পদে বসাবে। মনে রাখবেন একটি চক্রান্ত শীল মহল দেশে অস্থিতি শীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন।
জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. সামসুজ্জোহা, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, মাসুদ রানা তুহিন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আরেফিন রঞ্জু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, খবির উদ্দিন, মজিবর রহমান, শওকত আলী, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকতখান, সাকিব, অটল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতি ক্রমে কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টুকে সভাপতি ও আব্দুর রাজ্জাক কে সাধারন সম্মাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আলমডাঙ্গা প্রতিনিধি