তেলে ঝুলে খাইতে খাইতে ভরিয়েছি গাল,
তেলের দামে নেকড়ে পালায় হয়ে বেসামাল।
তেলের উপর তেলের বড়াই হুতুমপ্যাঁচা বিশ্ব,
দূর্নীতি আর গণ্ডগোলে রাঘব বোয়ালই শীর্ষ।
গোলা ভরা ধান পুকুর ভরা মাছ শ্রীময়ী ঘর,
সবই আছে উপরতলায়;নীচে কেবল খড়।
পিষতে পিষতে মারতে মারতে নাকাল ঝাঁজরা ,
উচিৎ কথায় রাগে অসুর ছিঁড়তে চায় চামড়া!
উদাম-দিগম্বর শ্বাস তুলে মানুষের শান্তি কেঁড়ে,
দাপট সেয়ানা কব্জা করে নস্যি ভাবখানা ছেড়ে।
ছাঁইচতলার অনল যেদিন জেদি আপসহীন উড়বে,
আমজনতা রুষ্ট হয়ে রক্ত রণে মুক্তির পথ খুঁজবে।