পুকুরঘাটে গিয়েছিলাম
একটুখানি নাইতে,
মাঝির আবেগি কথা—
পারিনি গো সইতে।
মাঝি ভাই ডাকে আমায়
নৌকাখানি বাইতে,
মনটা আমার চায় না—
মাঝির পাশে বইতে।
ইশারায় বলে মাঝি
একটুখানি দাঁড়াইতে,
দেবো না তাকে আমি—
হাতখানি ছুঁইতে।
কাছে এসে বলে মাঝি
মেলায় লয়ে যাইতে,
লজ্জায় পারিনি আমি–
তাকে কিছু কইতে।
লজ্জা শরম নাই মাঝির
বুকে চায় জড়াইতে,
তাহার কথা শুনে আমি—
কোথায় যাবো মুখ লুকাইতে।