পুষ্পা ২: দ্য রুল মুক্তির আর মাত্র একদিন বাকি। ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা, যার জন্য সারা বিশ্বের ভক্তরা শ্বাসরুদ্ধকর অপেক্ষায় রয়েছেন। ছবিটির বিশাল বাজেট ইতোমধ্যেই প্রায় উঠে গেছে। রিপোর্ট অনুযায়ী, ১,২০০ কোটির মধ্যে ১,০৮৫ কোটি ইতোমধ্যে আয় করা হয়েছে (থিয়েট্রিকাল রাইটস বিক্রি থেকে ৬৪০ কোটি এবং ডিজিটাল রাইটস বিক্রি থেকে ২৭৫ কোটি)। এমন পরিস্থিতিতে, আল্লু অর্জুন ও রাশমিকা মান্দান্না অভিনীত এই ছবির জন্য বাকিটা আয় করা কোনো কঠিন কাজ হবে না।
তবে, সম্প্রতি একটি তথ্য ফাঁস হওয়ার পর ইন্টারনেটে শুরু হয়েছে নতুন গুঞ্জন। #Pushpa3TheRampage ট্রেন্ডিংয়ে উঠে এসেছে এবং তার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। ফ্র্যাঞ্চাইজির সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে সাউন্ড টিমের সদস্যরা একটি মিক্সিং বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে একটি পোস্টার, যেখানে লেখা ছিল Pushpa 3: The Rampage। এটি বুঝতে পেরে তিনি পোস্টটি দ্রুত মুছে ফেলেন, তবে এর মধ্যেই এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
অনেকে এটিকে পুষ্পা ২: দ্য রুল-এর প্রচারের একটি কৌশল বলে মনে করলেও, ভক্তরা বিশ্বাস করেন যে পুষ্পা ৩ নিশ্চিত। এর পেছনে যুক্তি হলো, ২০২২ সালে বিজয় দেবরাকোন্ডার করা একটি টুইট। তিনি পরিচালক সুকুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “জন্মদিনের শুভেচ্ছা @aryasukku স্যার – আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি! আপনার সাথে সিনেমা শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না 🙂 ২০২১ – দ্য রাইজ। ২০২২ – দ্য রুল। ২০২৩ – দ্য র্যাম্পেজ।”
এই টুইট শুধু দ্য র্যাম্পেজ-এর সত্যতা প্রমাণ করে না, বরং আরেকটি প্রশ্নও তোলে – তবে কি পুষ্পা ৩-এ খল চরিত্রে থাকবেন বিজয় দেবরাকোন্ডা?