করোনাভাইরাসের কারণে বিশ্ব এক অস্বাভাবিক সময় পার করছে। সেই করোনা সংক্রমণের শুরু থেকে প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা বন্ধ রয়েছে।
তবে, এখন কোথাও কোথাও নানা রকম শর্ত সাপেক্ষে প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুমতি দিচ্ছে। তবে, সম্প্রতি মাঠে দর্শক প্রবেশ করায় একটি লিগই বাতিল করার সিদ্ধান্ত নিয়েয়ে ল্যাটিন আমেরিকার দেশ পেরু।
কারণ, নিষেধাজ্ঞা অমান্য করে দর্শকরা মাঠে প্রবেশ করেন। তাই স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে লিগই বন্ধ ঘোষণা করেছে পেরু ফুটবল ফেডারেশন।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গেল ৫ মাস ধরে বন্ধ ছিল পেরুর ঘরোয়া ফুটবল লিগ। ক্লাবগুলোর অনুরোধে লিগ শুরুর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। তবে, শর্ত ছিল দর্শকহীন মাঠেই হবে খেলা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইউনিভার্সিটারিও এবং অ্যাকাডেমিক কনতোলাও। এদিন ছিল ইউনিভার্সিটারিওর ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এমন দিনে সমর্থকদের আর আটকানো যায়নি।
নিষেধাজ্ঞা না মেনেই মাঠে হাজির হন কয়েকশো দর্শক। সমর্থকদের এমন আচরণে খেপেছে ফেডারেশন। নির্দেশ না মানায় শুরু হওয়ার একদিনেই মাথায় লিগ বাতিল করে দেয় দেশটির ফুটবলের অভিভাবক সংস্থাটি।
সূত্র- বিডি প্রতিদিন