গান শোনার পোর্টেবল যন্ত্র ওয়াকম্যান দিয়ে ৮০’র দশকে তরুণ প্রজন্মের গান শোনার ধরণই পাল্টে দিয়েছিল সনি। জাপানি এই কোম্পানি এখন কাজ করছে পোর্টেবল প্লেস্টেশন নিয়ে।
বছরের শেষ নাগাদ পোর্টেবল এই গেম কনসোল আনতে যাচ্ছে সনি। ওয়াইফাই সেন্সরযুক্ত প্লে স্টেশন পোর্টাল নামের হ্যান্ডহেল্ড রিমোট প্লেয়ারটিতে থাকবে আট ইঞ্চির ৬০ এফপিএসের ১০৮০পি রেজুলিউশনের এলসিডি ডিসপ্লে এবং ডিভাইসটির দাম হবে ২০০ ডলার।
‘ওয়াইফাইয়ের মাধ্যমে পিএস৫ এর সঙ্গে যুক্ত হবে প্লেস্টেশন পোর্টাল, যার মাধ্যমে এই প্লেস্টেশন পোর্টাল ব্যবহার করে সরাসরি পিএস৫ এ খেলেতে পারবেন আপনি।’ — বলেছেন সনি ইন্টার্যাক্টিভ এন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্ম এক্সপেরিয়েন্স ভাইস প্রেসিডেন্ট হিদিয়াকি নিশিনো।
‘আপনার পিএস৫ কনসোলে ইনস্টল করা গেইমগুলো খেলেতে পারবেন প্লেস্টেশন পোর্টালের মাধ্যমে যেখানে ব্যবহার করা হয়েছে ডুয়ালসেন্স কন্ট্রোলার।’ —বলেছেন তিনি।
ডিভাইসটির দুই পাশের কন্ট্রোলারগুলো দেখতে অনেকটা পিএস৫-এর ডুয়ালসেন্স কন্ট্রোলারের মতোই, যেগুলোতে রয়েছে অ্যাডাপ্টিভ ট্রিগার এবং হ্যাপ্টিক ফিডব্যাক। তাই ডিভাইসটিতে গেইম খেলার সময় পিএস৫ এর ডুয়ালসেন্স কনট্রোলার ব্যবহারের মতোই অনুভূতি হবে। প্লেস্টেশন পোর্টালের হোম স্কিন পিএস৫ এর মতোই দেখতে এবং ওয়াইফাইয়ের সহায়তায় ডিভাইসটি মিডিয়া প্লেয়ার হিসাবেও ব্যবহার করা যাবে।
২০০ ডলারের এই ডিভাইসটিতে পিএস৫-এর জন্য সনির আসন্ন স্ট্রিমিং সার্ভিসটি কাজ করবে না। বিষয়টিকে ‘আশ্চর্যজনক’ বলে বর্ণনা করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
‘পিএস প্লাস প্রিমিয়াম মেম্বারশিপের মাধ্যমে পিএস৫-এ স্ট্রিমযোগ্য গেইমগুলো এই ডিভাইসটির উপযোগী নয়।’ বলেছে সনি। এটি ব্যবহার করতে হলে নূন্যতম সেকেন্ডে পাঁচ মেগাবাইট গতির ইন্টারনেট সংযোগ লাগবে, তবে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পেতে ১৫ এমবিপিএস গতির কথা বলেছে সনি।
আইজিএন প্লেস্টেশন পোর্টালকে পরীক্ষা করে বলেছে নিরবচ্ছিন্নভাবে হ্যান্ডহেল্ডটি ব্যবহার করা সম্ভব হয়েছে, যা অনেক ব্যবহারকারীর কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ হিসাবে, ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে গেইম স্ট্রিমিং এখনও অনেক ব্যবহারকারীর কাছে ততটা নিখুঁত হয়নি বলে লিখেছে দ্যা ভার্জ।
এই পোর্টাল ডিভাইসটির মধ্যে ব্লুটুথ নেই, যার ফলে এতে কোনো ওয়্যারলেস হেডফোন কিংবা সনির পালস ৩ডি হেডসেটও ব্যবহার করা যাবে না। তবে তার পরিবর্তে সেটি প্লেস্টেশন ডিভাইসগুলোর জন্য বিশেষভাবে মানদন্ড স্থির করা সনির মালিকানাধীন প্লেস্টেশন লিংক ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে।
তুলনামূলক কম বিভ্রাট, নিরবচ্ছিন্ন শব্দপ্রবাহকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে প্লে স্টেশন লিংক এবং সেই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়্যারলেস হেডসেট এবং বাডসও বাজারে ছাড়তে যাচ্ছে সনি।
একটি ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে পিএস৫ এই নতুন হেডসেট এবং নতুন বাডস ব্যবহার করা যাবে। অন্যদিকে আগামীতে স্লিম মডেলের পিএস৫ বাজারে আসার গুঞ্জন গুজব রটেছে প্রযুক্তি দুনিয়ায়, যার অর্থ সেগুলো প্লেস্টেশন লিংক প্রযুক্তি সমর্থন করবে। সেইসঙ্গে প্লেস্টেশন লিংক মানদন্ড ব্যবহার করতে পারবে থার্ড পার্টি উত্পাদকরাও। প্লেস্টেশন পোর্টালের ব্যাটারির ক্ষমতা এখনও চূড়ান্ত করা হয়নি বলেছে আইজিএনের প্রতিবেদনে। তবে সনির লক্ষ্যমাত্রা হচ্ছে ডুয়ালসেন্সের ব্যাটারিলাইফের সমান সক্ষমতা নিশ্চিত করা, যা সাত থেকে নয় ঘণ্টা পর্যন্ত চলতে পারে এটি।
প্লেস্টেশন পোর্টালের আগের নাম ছিল প্রোজেক্ট কিউ যা মে মাসে অফিশিয়ালি ঘোষণা দেওয়া হয় এবং সেই সঙ্গেও নভেম্বরে বাজারে আসার গুজব রটে। তবে ঠিক কবে তা বাজারে আসবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি সনি, এখন পর্যন্ত শুধু জানা গেছে ডিভাইসটির দাম হবে দুশো ডলার।
সূত্র: ইত্তেফাক